আপডেট : ১৮ মার্চ, ২০২৩ ১৮:০৬
গোয়ালঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী ব্যুরো

গোয়ালঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গোয়ালঘর থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পালোপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শারমিন খাতুন (২৪) নামে এই তরুণী পালোপাড়া গ্রামের আক্তার আলীর মেয়ে এবং পুঠিয়া মহিলা কলেজের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

এ বিষয়ে শারমিন খাতুনের ভাই মিজানুর রহমান বলেন, ‘প্রতিদিনের মতো শনিবারও সকাল ৬টার দিকে শারমিন ঘুম থেকে ওঠে। পরিবারের সবার সঙ্গে ঠিকঠাক কথাও বলে। এরপর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় শারমিন গরুর ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’