আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩২
কুষ্টিয়ায় সড়কে ৪ জনের প্রাণহানি

কুষ্টিয়ায় সড়কে ৪ জনের প্রাণহানি

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। আজ সোমবার ভোরে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল এলাকায় এবং সকাল ৯টার দিকে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের বাসিন্দা বারিক দফাদারের ছেলে গাফ্ফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার (৪০) ও জাহিদ (৩২)।

মৃত আরেকজন ট্রাকচালকের সহকারী বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

ওসি ইদ্রিস বলেন, সবজি চাষি গাফ্ফার, সানোয়ার ও জাহিদ একটি ভ্যানে করে পাতাকফি নিয়ে রাজবাড়ি যাচ্ছিলেন। তারা আলাউদ্দিন নগরে পৌঁছালে নির্মাণ শ্রমিকদের বহনকারী অপর একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই ভ্যানে ধাক্কা দেয়।

ফলে সবজি বোঝাই ভ্যান ও ভটভটি উল্টে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন ভ্যান আরোহীর মৃত্যু হয়।

ওই একই সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী অপর একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুতগতিতে আসছিল। চালক সামনে দুর্ঘটনা কবলিত গাড়ি দেখে নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের একটি খাদে উল্টে যায়।

এতে ভটভটি আরোহী নয় শ্রমিক, ভ্যানের একজন এবং ট্রাকের চালক ও চালকের দুইজন সহকারী গুরুতর আহত হয় বলে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান।

এর আগে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ১১ মাইল এলাকায় ঝিনাইদহমুখী দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সহকারী ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ওসি ইদ্রিস।

ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।