আপডেট : ২০ মার্চ, ২০২৩ ১১:৪৩
মাদ্রিদকে হারিয়ে শিরোপার আরও কাছে গর্বিত বার্সেলোনা
ক্রীড়া ডেস্ক

মাদ্রিদকে হারিয়ে শিরোপার আরও কাছে গর্বিত বার্সেলোনা

যোগ করা সময়ে কেসি গোলে ঘরের মাঠে রেয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোতে তৃতীয় জয়ের পর লা লিগা শিরোপা প্রায় হাতের নাগালে বার্সার।

লিগের ১২ ম্যাচ থাকতে দুইয়ে থাকা মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। মৌসুমের শুরুর হতাশা ঝেড়ে এমন প্রত্যাবর্তনে গর্বিত কোচ শাভি এরনান্দেস।

৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ভিনিসিয়ুস জুনিয়রের শট রোনালদ আরাউহোর মাথায় লেগে দিক বদলে জালে চলে যায়। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় দুই গোলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে জটলা থেকে সের্হি রবার্তোর শটে সমতায় ফেরে স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধেপ গোলের সুযোগ সৃষ্টিতে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে প্রথমে বল জালে জড়িয়েছে মাদ্রিদ। ৮১ মিনিটে আসেনসিও গোল করলেও ভিএআর তা বাতিল করে দেন। যোগ করা সময়ে প্রতি আক্রমণে ওঠা বার্সেলোনাকে জয় এনে দেন বদলি নামা মিডফিল্ডার কেসি।

এমন জয়ের পর শাভিও স্বীকার করেছেন, লিগ শিরোপা তাদের হাতের মুঠোয়, ‘এখনো নিশ্চিত না, তবে খুব গ্রুত্বপূর্ণ ধাপ পেরিয়েছি। লা লিগায় ১২ পয়েন্টে এগিয়ে আছি, আমরা দারুণ এক লিগ মৌসুম কাটাচ্ছি। এ দলকে খেলা দেখে আমার খুব আনন্দ আর গর্ব হয়।’

শাভি ‘কিন্তু’ রেখে দিলেও সমর্থকেরা নিশ্চিত যে তারা লিগ জিততে চলেছেন। এ কারণে মাঠেই ‘চ্যাম্পিয়ন’ বলে কোরাস গেয়েছেন ক্যাম্প ন্যুর দর্শক।