আপডেট : ২১ মার্চ, ২০২৩ ২০:১৪
খুলনা ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চেয়ে রিট

খুলনা ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চেয়ে রিট

ফাইল ছবি

খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইমাদুল হক বসির।

রিটে খুলনা ওয়াসার এমডির বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান করতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে তার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, উপ সচিব স্থানীয় সরকার (পানি সরবরাহ), পিএসসির চেয়ারম্যান, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ, খুলনা ওয়াসার চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন ও খুলনা ওয়াসার এমডিকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী ইমাদুল হক বসির দৈনিক বাংলাকে বলেন, ‘খুলনার ওয়াসার এমডির অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ হচ্ছে। তার বিরুদ্ধে বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে, তারপরও তিনি বহাল তবিয়তে রয়েছেন। নিজের পদে থাকতে তিনি প্রবিধান সংশোধন করে নিচ্ছেন। তারপরও তার বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না। এই কারণে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে বিষয়টি অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।’