বাংলাদেশের পুঁজিবাজার থেকে টাকা তোলার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের টেলিকম খাতের প্রতিষ্ঠান বাংলালিংক। মঙ্গলবার রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম দৈনিক বাংলাকে এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে বর্তমানে টেলিকম খাতের প্রতিষ্ঠান আছে চারটি— গ্রামীণফোন, রবি-এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক। এর মধ্যে গ্রামীণফোন ২০০৯ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আর রবি ২০২০ সালে দেশের পুঁজিবাজার থেকে টাকা তোলে। এবার তৃতীয় বৃহত্তম কোম্পানি বাংলালিংক দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করল।
মোহাম্মদ রেজাউল করিম দৈনিক বাংলাকে বলেন, ‘বাংলালিংক নিজেদের সুবিধার্থে পুঁজিবাজারে আসতে চাচ্ছে। বাংলালিংকের অনেক টাকা ঋণ আছে। তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার সঙ্গে কথা বলেছে। সবাই তাদের পরামর্শ দিয়েছে দেশের পুঁজিবাজার থেকে টাকা তুলতে।’
বাংলালিংকের মূল মালিক নেদারল্যান্ডভিত্তিক কোম্পানি ভিওন। আর ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তার্জিওগ্লু মঙ্গলবার বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানিয়েছেন।
রেজাউল করিম জানান, বাংলালিংকের পরিশোধিত মূলধন এখন ৮ হাজার ৪০০ কোটি টাকার মতো। দেশের পুঁজিবজার থেকে ৯০০ কোটি টাকা তুলতে পারবে কোম্পানিটি।
তিনি বলেন, ‘বাংলালিংক অনেক ভালো কোম্পানি। তাদের বিক্রি ৫ হাজার কোটি টাকার বেশি। তারা এলে তাদের ইমেজের জন্য ভালো হবে। তাদের একটি ফেয়ার ভ্যালুয়েশন হবে।’
বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলালিংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও কোম্পানিটির মালিকানা প্রতিষ্ঠান ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু, বাংলালিংকের কোম্পানি সচিব ও প্রধান আইন কর্মকর্তা জাহরাত আদিব চৌধুরী ও প্রধান অর্থ কর্মকর্তা চেম ভেলিপাসাওগ্লু।
বাংলালিংকের শতভাগ মালিকানা রয়েছে নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেডের হাতে। সোমবার কোম্পানিটি তাদের ২০২২ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলালিংকের বার্ষিক আয় আগের বছরের চেয়ে ১২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৭ কোটি টাকায়। প্রথমবারের মতো গত বছর কোম্পানিটির রাজস্ব আয়ে ১২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটিতে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা