আপডেট : ২৩ মার্চ, ২০২৩ ২২:১৬
পশ্চিম তীরে রমজানের প্রথম দিনেই ফিলিস্তিনি যুবককে হত্যা
দৈনিক বাংলা ডেস্ক

পশ্চিম তীরে রমজানের প্রথম দিনেই ফিলিস্তিনি যুবককে হত্যা

অধিকৃত পশ্চিম তীরে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসের প্রথম দিনেই এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে বৃহস্পতিবার তুলকারেম শহরে ২৫ বছর বয়সী আমির আবু খাদিজা নামের এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। রমজান মাসে উত্তেজনা প্রশমনে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের খবর মিলল।

ইসরায়েলি সীমান্ত পুলিশের দাবি- তাদের একটি দল বৃহস্পতিবার এক সন্দেহভাজন ফিলিস্তিনির বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই ফিলিস্তিনি তাদের দিকে অস্ত্র তাক করলে তারা পাল্টা গুলি চালায়। এর আগে মিসরের উদ্যোগে ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিনিধি দল শারম আল-শেখ রিসোর্টে বৈঠকে রমজানে সহিংসতা হ্রাসে প্রতিশ্রুতি দেন। রয়টার্স