বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন (৩২) নামে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ফকিরহাটের ঢাকা-খুলনা মহাসড়কের শটের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম মোকলেসুর রহমান।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের শটের বটতলা নামক স্থানে দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ বাস দুটি জব্দ করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ওসি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা