পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উমেদপুর গ্রামের নিজ ঘর থেকে মমতাজ বেগম (৬৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ২০ বছর আগে মমতাজ বেগমের স্বামী মারা যান। এরপর থেকে একমাত্র ছেলে নয়নকে নিয়ে তিনি বসবাস করছেন। কিন্তু নয়ন মাদকাসক্ত হওয়ায় প্রায়ই মায়ের কাছে টাকা চাইত। টাকা না পেলে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার ও তাকে মারধর করত। প্রায়ই মাকে একা বাড়িতে ফেলে শ্বশুরবাড়িতে গিয়েও থাকত। সন্তানের এমন আচরণের কারণেই মমতাজ বেগম আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা মো. আবুল কালাম বলেন, ‘আমাদের ধারণা, মমতাজ বেগম ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, উমেদপুর গ্রাম থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা