আপডেট : ২৫ মার্চ, ২০২৩ ১১:২৭
পাকিস্তানকে ৯২ রানে আটকে দিয়ে প্রথম জয় আফগানিস্তানের
ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে ৯২ রানে আটকে দিয়ে প্রথম জয় আফগানিস্তানের

পাকিস্তানকে হারিয়ে উদযাপনে ব্যস্ত আফগান ক্রিকেটাররা। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

আফগানদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞদের না নিয়ে তরুণদের সুযোগ করে দিতে চেয়েছিল পাকিস্তান। তবে তাদের এই ‘এক্সপেরিমেন্ট’ মুখ থুবড়ে পড়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেই। তারুণ্যে ঠাঁসা পাকিস্তান দলকে দুমড়ে-মুচড়ে দিয়ে তাদের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফগানিস্তান। প্রতিবেশিদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শাদাব খান। তবে ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে শুরু থেকেই নাকাল হয় তার দল। ফজলহক ফারুকির গতির সঙ্গে মুজিব-রশিদ-নবী ত্রয়ীর ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান তোলে দলটি, টি-টোয়েন্টি ক্রিকেটে যা তাদের পঞ্চম সর্বনিম্ন স্কোর।

আফগান বোলারদের মধ্যে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন পেসার ফারুকি। সমান সংখ্যক ওভার বোলিং করে ৯ রানে ২ উইকেট পান স্পিনার মুজিব-উর-রহমান। ৩ ওভারে ১২ রানে ২ উইকেট যায় মোহাম্মদ নবীর ঝুলিতে, নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫ রান দিয়ে একটি উইকেট জোটে রশিদ খানেরও।

৯৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ক্ষণিকের জন্য বিপদে পড়েছিল আফগানরাও। পাওয়ার প্লে’র শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে বসে তারা, স্কোরবোর্ডে রান তখন মোটে ২৭। তবে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় কাবু আফগানদের ত্রাতা হয়ে আসেন অভিজ্ঞ অলরাউন্ডার নবী। পঞ্চম উইকেটে নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে ৬ উইকেট আর ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ৩৮ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা নবী।

আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান।