আপডেট : ২৫ মার্চ, ২০২৩ ১৫:২৫
১৯৮ রানের হারে লজ্জার রেকর্ডে নাম শ্রীলঙ্কার
ক্রীড়া ডেস্ক

১৯৮ রানের হারে লজ্জার রেকর্ডে নাম শ্রীলঙ্কার

৭৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। ছবি: এএফপি

গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচ জিতলে শেষ দল হিসেবে এই বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেত তারা। অথচ লজ্জার রেকর্ডে নাম লিখিয়ে সিরিজের প্রথম ম্যাচেই কিউইদের কাছে লঙ্কানরা কাছে হেরে গেছে ১৯৮ রানের বিশাল ব্যবধানে।

অকল্যান্ডে নিউজিল্যান্ডের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাউন শানাকার দল গুঁটিয়ে গেছে মাত্র ৭৬ রানে। তাতেই লজ্জার এক রেকর্ডে নাম উঠে গেছে তাদের, যে রেকর্ডে তাদের সঙ্গী কেবল কেনিয়া। এর আগে টানা দুই ওয়ানডেতে ১০০ রানের কমে অলআউট হওয়ার রেকর্ডটি ছিল শুধুই কেনিয়ানদের।

এবার সে রেকর্ডে নাম যোগ হলো শ্রীলঙ্কারও। এই ম্যাচের আগে নিজেদের সর্বশেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৭৩ রানে সব উইকেট হারিয়েছিল তারা। আর কেনিয়া ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে যথাক্রমে ৮৯ এবং ৯৩ রানে অলআউট হয়ে প্রথম এই রেকর্ডের জন্ম দেয়।

অকল্যান্ডে টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ওপেনার ফিন অ্যালেন ফিফটি (৫১) এবং রাচিন রবীন্দ্র (৪৯) ও ডারিল মিচেলের (৪৭) চল্লিশোর্ধ্ব ইনিংসে সব উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে নিউজিল্যান্ড। ক্যারিয়ারসেরা বোলিং করেন লঙ্কান পেসার চামিকা করুনারত্নে, ৯ ওভার বোলিং করে ৪৩ রানে ৪ উইকেট পান তিনি।

রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৭৬ রানেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৮ রান করেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৭ ওভারে ৩১ রানে ৫ উইকেট তুলে অনেকটা একা হাতেই সফরকারীদের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেন কিউই পেসার হেনরি শিপলি। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পুরস্কারস্বরূপ ম্যাচসেরাও হয়েছেন তিনি।

আগামী ২৮ মার্চ ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।