এই তো দিন দশেকও হয়নি, প্রায় এক বছর পর সুইডেনের জাতীয় দলে যখন ডাক পেলেন ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ, তখন থেকেই সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল ব্যাপারটা। ইউরো বাছাইয়ে মাঠে নামলেই টুর্নামেন্টের নতুন রেকর্ড গড়বেন ইব্রা।
সবচেয়ে বেশি বয়সে ইউরো খেলার রেকর্ডটি এত দিন ছিল ইতালির দিনো জফের। ৪১ বছর ৯০ দিন বয়সে ১৯৮৩ সালে ইউরো বাছাইয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন জফ। সেই ম্যাচের পর পেরিয়ে গেছে ৪০ বছর। এতদিন পর জফকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন ইব্রা-সুইডিশ সমর্থকরা তাদের বুড়ো স্ট্রাইকারকে নিয়ে একটু রোমাঞ্চিতই ছিলেন।
কিন্তু সে রোমাঞ্চে জল ঢেলে দিলেন লি কাসিয়ারো! বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৪১ বছর ১৭২ দিন বয়সী ইব্রা সমর্থকদের করতালি কুড়ালেও জিব্রাল্টারের কাসিয়ারোর কারণে রেকর্ডটা গড়া হয়নি তার। তার চেয়েও বেশি বয়সে যে এদিন মাঠে নেমেছিলেন কাসিয়ারো!
ইব্রার জন্ম ১৯৮১ সালের ৩ অক্টোবর। আর স্ট্রাইকার লি ক্যাসিয়ারোর এই ধরাতলে আগমন ১৯৮১ সালের ২৯ সেপ্টেম্বর। অর্থাৎ ইব্রার চেয়ে চার দিনের বড় কাসিয়াস। তাই ইব্রার নয়, সবচেয়ে বেশি বয়সে ইউরো বাছাইপর্বে খেলার রেকর্ডটা হয়ে গেছে কাসিয়ারোর। রেকর্ডের দিন তার বয়স? ৪১ বছর ১৭৬ দিন!
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা