আপডেট : ২৬ মার্চ, ২০২৩ ১২:৪৮
স্বাধীনতা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রোববার গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং পাঁচ টাকার ডাটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং পাঁচ টাকার ডাটা কার্ড উন্মোচন করেন সরকারপ্রধান। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়েছিল।

এরপর প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘মুজিবস বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।