আপডেট : ২৬ মার্চ, ২০২৩ ১৬:৩৯
ভোজপুরি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

ভোজপুরি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

আকাঙ্খা দুবে

একমাস আগেই নিজের প্রেমের কথা সবার সামনে এনেছিলেন, তারপরই চরম অঘটন। হোটেলে রহস্যমৃত্যু ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের। শোকে আচ্ছন্ন ভোজপুরি ইন্ডাস্ট্রি।

মাত্র ২৫ বছর বয়সেই আত্মঘাতী অভিনেত্রী! তদন্তে নেমেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম বলছে, বারাণসীতে শুটিং করতে গিয়েছিলেন তিনি। শুটিংয়ের পরে সারণাথ হোটেলে রওনা দেন। সেখানে তার ঘর থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন আকাঙ্খা, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।

একমাস আগেই সহঅভিনেতা সমর সিংয়ের সঙ্গে প্রেমের কথা জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সে কথাও। সামনের নতুন সব প্রজেক্টের জন্যই বারাণসী গিয়েছিলেন আকাঙ্খা। ভক্তরা যেন স্তম্ভিত হয়ে পড়েছে তার মৃত্যুর খবরে। হঠাৎ করেই কী যেন হয়ে গেল।

‘মেরা জং মেরা ফসলা’ ছবি দিয়ে শুরু। মির্জাপুরে জন্ম আকাঙ্খার অনুরাগীর সংখ্যা নেহাত কম না। মৃত্যুর কিছু সময় আগেও নিজের বেলি ড্যান্সের ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টেও শোকপ্রকাশ করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির ভক্ত-অনুরাগীরা। সকলের একটাই কথা, ভোজপুরি কুইন…এটা না করলেও পারতেন।