কাল আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে ইংল্যান্ডের। ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে ইউরো বাছাইয়ের প্রথম পর্ব শতভাগ সাফল্য নিয়ে শেষ করল গতবারের রানার্সআপ দল। টানা দুই ম্যাচে গোল করা হ্যারি কেইন রাত ফুরোনোর আগেই জানলেন ক্লাবে কোচ বদলে যাওয়ার খবর!
অবশ্য আন্তোনিও কন্তে যে ছাঁটাই হচ্ছেন, সেটা আন্তর্জাতিক বিরতির আগেই জানা ছিল। এবারও টটেনহাম কোনো শিরোপা জিতছে না, সেটা কদিন আগেই নিশ্চিত হয়েছে এফএ কাপ থেকে বাদ পড়ায়।
লিগের ২০তম দলের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থাকার পরও ড্র করার পর রাগ আর ধরে রাখতে পারেননি কন্তে। ক্লাব, ক্লাবের খেলোয়াড় ও মালিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, টটেনহামের কোনো কিছু জেতার আগ্রহ নেই, জেতার জন্য কষ্ট করার ইচ্ছাও নেই। পুরো ক্লাবই নাকি আগেই হেরে বসার মানসিকতা নিয়ে সন্তুষ্ঠ।
এমন কিছু বলার পর কারও চাকরি থাকা অসম্ভব। ১৫ বছর ধরে শিরোপার স্বাদ না পাওয়া টটেনহাম তাই কাল রাতে ছাঁটাই করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুই ক্লাবের হয়ে সিরি ‘আ’ জেতা কন্তেকে। তার সহকারী ক্রিস্টিয়ান স্টেলিনিকে আপাতত ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে।
১৬ মাসেই কন্তের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রসঙ্গে ক্লাব চেয়ারম্যান ডেনিয়েল লেভি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ১০টি লিগ ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে লড়াই করতে হবে আমাদের। আমাদের এক হতে হবে। আমাদের ক্লাব ও অসাধারণ বিশ্বস্ত সমর্থকদের সম্ভাব্য সেরা সমাপ্তি উপহার দিতে সবাইকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে।’
ইএসপিএন বলছে, টটেনহামে অনেক রদবদল চাইছিলেন কন্তে। ক্লাবকে শিরোপা এনে দিতে ক্কোয়াডে বড় পরিবর্তন চাইছিলেন তিনি, কিন্তু ইতালিয়ান কোচের পরামর্শ গায়ে মাখেনি ক্লাব।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা