কুমিল্লার সদর দক্ষিণে দুই ভাইকে হত্যার দায়ে তাদের সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ আবুলের ছেলে আল শফিউল ইসলাম ছোটন (২৩)।
রায়ের বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম। অপরদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
আইনজীবী নজরুল ইসলাম বলেন, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ছোটন তার দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনিকে (৬) শ্বাসরোধ করে হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যান।
ওই দিনই নিহতের মা রেখা বেগম বাদী হয়ে ছোটনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। ওই বছরের ১ মার্চ পুলিশ ছোটনকে গ্রেপ্তার করে। পরে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এরপর মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা