জায়ান মালিক ও সেলেনা গোমেজ প্রেম করছেন। এই খবর চাউর চারদিকে। জায়ানের সাবেক প্রেমিকা সুপার মডেল জিজি হাদিদ জানিয়েছেন, সাবেক প্রেমিক কী করছেন, সে ব্যাপারে এখন তিনি একদমই ‘ডোন্ট কেয়ার’। এতে তার কোনোই সমস্যা নেই।
যুক্তরাজ্যের সাময়িকী মিরর বলছে, নিউ ইয়র্কে এই দুই পপ তারকাকে দেখা গেছে রেস্তোরাঁয়। সেখানে রাতের খাবার খাচ্ছিলেন তারা। ভক্তদের মাঝে এ নিয়ে আলোচনার ঝড় বইছে।
২৯ বছর বয়সী জিজির মত, মালিকের সঙ্গ এখন অতীত। সুতরাং সামনে এগিয়ে যাওয়াই মূল কথা। তিনি বিষয়টি মজার হিসেবেই দেখছেন। সাবেক ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য জায়ান মালিকের সঙ্গে জিজি প্রেম করেন সাত বছর। ২০২০ সালে জিজি জানিয়েছিলেন, তারা বাবা-মা হচ্ছেন।
কিন্তু ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে সন্তানের দেখভাল করার দায়িত্ব সুন্দরভাবে পালন করার সিদ্ধান্ত নেন। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিজির কোনো সমস্যা নেই, জায়ান যার সঙ্গেই প্রেম করুক না কেন। তিনি এখন বেশ ফুরফুরে আছেন এবং তার মেয়ে খাই-এর মা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।’
যদিও চলতি মাসের শুরুতে সেলেনা জানিয়েছিলেন তিনি কারও সঙ্গে প্রেম করছেন না। এমনকি তার কোনো ক্রাশও নেই। অন্যদিকে ২০২১ সালের অক্টোবরে জিজির সঙ্গে বিচ্ছেদ এবং তাদের মেয়ে খাই জন্ম নেয়ার পরে এখন পর্যন্ত একাই আছেন।
জায়ান ও সেলেনার মেসেজ চালাচালির খবর টিকটকে ভাইরাল হওয়ার পরেই তাদের প্রেমের খবর হওয়া শুরু হয়। একজন ভক্ত দাবি করেছেন, তাদের একসঙ্গে খেতেও দেখা গেছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা