আপডেট : ২৯ মার্চ, ২০২৩ ১০:২৫
চাঁপাইনবাবগঞ্জে সড়কে গেল নারীর প্রাণ
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সড়কে গেল নারীর প্রাণ

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বারোঘরিয়া চামাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টা পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনায় ঘাতক যানবহনটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। তাদের ভাষ্য, রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরহাদ আকিদ রেহমান জানান, আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই মারা যান। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন জানান, নিহত ওই নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।