আপডেট : ৩০ মার্চ, ২০২৩ ১৬:১২
লিটনের কাছে রেকর্ড হারানো নিয়ে যা বললেন আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক

লিটনের কাছে রেকর্ড হারানো নিয়ে যা বললেন আশরাফুল

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোহাম্মদ আশরাফুলের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। ১৮ বলে গড়া লিটনের এই রেকর্ড নিয়ে আজ মিরপুরে কথা বলছেন আশরাফুল।

১৬ বছরের পুরোনো রেকর্ড খোয়ানোয় ভেতরে ভেতরে কষ্ট পেয়েছেন কিনা কে জানে, বাইরে থেকে আশরাফুলের কষ্ট পাওয়ার কিছু বোঝা গেল না। জাতীয় দলের সাবেক অধিনায়ক উল্টো বললেন, ‌‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য।’ ওই ম্যাচে লিটনের অসাধারণ ব্যাটিং মনে গেঁথে থাকার কথাও বললেন আশরাফুল, ‘লিটন যখন ভালো খেলে ওর ব্যাটিং দেখতে মজা লাগে। ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব ধারাবাহিকতা থাকবে।’

প্রশংসায় ভাসালেন টিম বাংলাদেশকেও, ‘অসাধারণ খেলছে (বাংলাদেশ)। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। সেটার প্রমাণ আমরা দিচ্ছি। (দল) চমৎকার ক্রিকেট খেলছে।’