আপডেট : ১ এপ্রিল, ২০২৩ ০৯:২৪
ঈদের নাটকে ব্যস্ত তারা
বিনোদন প্রতিবেদক

ঈদের নাটকে ব্যস্ত তারা

ঈদ উপলক্ষে টেলিভিশন অনুষ্ঠানমালার প্রস্তুতি চলছে বেশ কিছুদিন হলো। ছোট পর্দার নির্মাতা-কলাকুশলী ও শিল্পীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। বিগত কয়েক বছরের মতো এবারও ছোট পর্দার জন্য নির্মিত হচ্ছে বেশ কিছু নাটক টেলিছবি ও নানা ধরনের ঈদ অনুষ্ঠান মালা। এরই মধ্যে নির্মাণ শেষ হয়েছে বেশ কিছু নাটকের। আবার কিছু নাটকের শুটিংয়ে ব্যস্ত শুটিং হাউসগুলো। এবারের ঈদে ছোট পর্দায় চোখ বোলালেই যেসব নাটক দেখা যাবে তা নিয়ে আজকের আয়োজন

অপূর্বর সাত নাটক

‘কদমবনে বৃষ্টি’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। নাসির খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নাটকটি ঈদের চতুর্থ দিন চ্যানেল আইতে দেখা যাবে। একই পরিচালকের পরিচালনায় এই জুটির আরও একটি নাটক দেখা যাবে এই ঈদে। নাটকটির নাম ‘সারপ্রাইজ’। আশরাফুন শিরিনার গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন জয়নাল আবেদীন ও সোহেল রহমান।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। নাটকটির নাম ‘এসো হাতটা বাড়াও’। গোলাম সারোয়ার অনিকের গল্পে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। এতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, মিমি প্রমুখ।

ঈদের নাটক ‘চোখের ক্ষুধা’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। নাটকটি আরটিভিতে দেখা যাবে। এ ছাড়া এই জুটির আরও একটি নাটক আসছে। নাটকটির নাম ‘দূর থেকে দূরে’। শাহজাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে আরও অভিনয় করেছেন অনিক, শহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, শেলী আহসান, তুতিয়া ইয়াসমীন পাপিয়া প্রমুখ।

এ ছাড়া ‘ভালোবাসার কয়েকটা দিন’, এস আর মজুমদারের পরিচালনায় ‘জ্যোৎস্না হারা’সহ কয়েকটি নাটকে দেখা যাবে অপূর্বকে।

সাদিয়া আয়মানের ৯ নাটক

তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। কিছুদিন আগে ‘মায়া শালিক’ নামে একটি ওয়েব ফিল্মে মাধ্যমে বেশ আলোচনায় আসেন। দুই দিন আগেই শেষ হয়েছে এই অভিনেত্রীর অভিনীত নাটক ‘শাড়িওয়ালা ক্লথিং সেন্টার’-এর শুটিং। অভীক চন্দ্র তালুকদারের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। নাটকটিতে জুটি বেঁধেছেন সোহেল মণ্ডল ও সাদিয়া আয়মান। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম ও সাবেরী আলম।

পরিচালক এল আর সোহেলের পরিচালনায় আসছে নাটক ‘দই ফুচকা’। নাটকটির শুটিং শেষ হয়েছে গত বছর। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। নাটকটি ঈদে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

এ ছাড়া এবার ঈদে সাদিয়া আয়মানের বেশ কয়েকটি নাটক আসছে। নাটকগুলো হচ্ছে জামাল মল্লিকের ‘মুখোমুখি যদি একদিন’, সীমান্ত সজলের ‘ঘুমন্ত পাখি’, পথিক সাধনের ‘কষ্টের নাম মায়া’, চয়নিকা চৌধুরীর ‘জল তরঙ্গ’, মারুফ হোসেন সজীবের ‘বাবুই পাখির বাসা’, আরমান রহমান প্রত্যয়ের ‘গুলাইল’, রুবেল আনুশের ‘আদম হাওয়া’। নাটকগুলোর কাজ শেষ করেছেন তিনি। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আব্দুন নূর সজল, খায়রুল বাশার, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান।

ঈদে মমর ‘ওলট-পালট’

ঈদ উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নাটকটির নাম ‘ওলট-পালট’। রাবেয়া খাতুনের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন আবুল হায়াত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, জাকিয়া বারী মম, শিরীন আলম, মাহমুদ, তূর্য প্রমুখ। ঈদের তৃতীয় দিন ‘চ্যানেল আই’তে প্রচারিত হবে নাটকটি।

সাবিলা নূরের চার নাটক

মার্চের শুরুতে শেষ হয়েছে সাবিলা নূর অভিনীত নাটক ‘আপসহীনা’-এর শুটিং। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন সাবিলা নূর ও ইয়াশ রোহান। নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে আরও অভিনয় করেছেন চাষী আলম, জিয়াউল হাসান কিসলু, মাসুম বাশার, আনোয়ার, লিজা, শফিক খান দিলু, বাবু প্রমুখ। এ ছাড়া আহমেদ তওকীরের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় সাবিলাকে দেখা যাবে ‘বিরতিহীন যাত্রা’ নাটকে। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। এতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস, আব্দুল্লাহ রানা, সাবেরী আলম, আনোয়ার, এম এইচ পল্টন। এ ছাড়া আরও কয়েকটি নাটকে দেখা যাবে তাকে।

জোভানের দুই নাটক

নির্মাতা প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় ঈদে আসছে নাটক ‘লাভ সেমিস্টার’। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। জোভানের বিপরীতে অভিনয় করেছেন নতুন অভিনেত্রী নাজনীন নাহার নিহা। ঈদে আসছে জোভানের আরও একটি নাটক। নাটকের নাম ‘নোঙর’। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এ ছাড়া আরও কয়েকটি নাটকের শুটিং চলছে এই অভিনেতার।

এ ছাড়া তানজিন তিশা, ফারহান তৌসিফ মাহমুব, নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শামীম হাসান সরকার, আরোশ খানসহ তরুণ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ব্যস্ত আছেন শুটিংয়ে। ঈদ উপলক্ষে নানা রকম গল্প ও চরিত্রে দেখা যাবে তাদের।