আপডেট : ২ এপ্রিল, ২০২৩ ১৬:৩২
ওয়েট অ্যান্ড সি, মতিউর রহমানের মামলা নিয়ে আইজিপি
প্রতিবেদক, দৈনিক বাংলা

ওয়েট অ্যান্ড সি, মতিউর রহমানের মামলা নিয়ে আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বিষয়ে সরকার কোনো নির্দেশনা দিয়েছে কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এই মামলায় কি হবে, সে বিষয়ে অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।

সচিবালয়ে রোববার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।

মন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে, সেই প্রশ্নে তিনি বলেন, আমাদের প্রফেশনাল কিছু বিষয় ছিল। পুলিশ রিলেটেড কিছু বিষয় ছিল। এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন আইন-কানুন সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে, ওই বিষয়ে মন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান পুলিশ প্রধান।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের মামলা নিয়ে আইনমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, সেই প্রশ্নে আইজিপি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি’।