আপডেট : ২ এপ্রিল, ২০২৩ ১৯:০৯
ইরান সীমান্তে পাকিস্তানের ৪ সীমান্ত রক্ষী নিহত
দৈনিক বাংলা ডেস্ক

ইরান সীমান্তে পাকিস্তানের ৪ সীমান্ত রক্ষী নিহত

ইরান ও পাকিস্তানের সীমান্তরেখা। ছবি আল জাজিরা।

ইরানের সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী গত শনিবার এ কথা জানায়। পাকিস্তানের দক্ষিণপশ্চিমের প্রদেশ বালুচিস্তানে কেচ জেলায় ওই হামলার ঘটনা হয়।

পাকিস্তানি সেনাবাহিনী জানায়, নিয়মিত টহল চলাকালে ইরানে সক্রিয় একটি সন্ত্রাসী দল আচমকা সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায়। এতে চার সীমান্তরক্ষী প্রাণ হারান।

সেনাবাহিনী জানায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তারা। ভবিষ্যতে এ ধরনের ব্যবস্থা যেন না ঘটে সেদিকে দৃষ্টি রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে তারা। ইরান ও পাকিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটার সীমান্তরেখা রয়েছে। আল-জাজিরা