আপডেট : ২ এপ্রিল, ২০২৩ ২১:২৭
প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত: বঙ্গবন্ধু পরিষদ

প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত: বঙ্গবন্ধু পরিষদ

বঙ্গবন্ধু পরিষদ

স্বাধীনতাকে ‘কটাক্ষ’ করে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত এবং কোনও অ্যাজেন্ডা বাস্তবায়নের অংশ বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে বঙ্গবন্ধু পরিষদ।

বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, প্রথম আলোর ফটোকার্ডে ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। আমগো মাছ-মাসং চাইলের স্বাধানীনতা লাগবো’ বাক্যগুলোর ব্যবহার শুধু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ এবং প্রায় দুই লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকেই খাটো করেনি, তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের চরম পরাকাষ্ঠা। মহান স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা’ শব্দের সঙ্গে একজন ব্যক্তির ক্ষোভ মিশিয়ে প্রণীত সংবাদের প্রচার কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন করে না।

‘প্রথম আলো’ ১৭ মনিট পর সংবাদটি প্রত্যাহার করে সংশোধনী প্রকাশ করেছে। কিন্তু সংবাদটি তার আগেই ভাইরাল হয়েছে। অনেকেই এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়েছে এবং তা এখনও অপসারিত হয়নি। সংবাদের ফটো কার্ডের কথিত দিনমজুর জাকিরের বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিহিত রয়েছে সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করার বার্তা।

বিবৃতিতে বলা হয়, জাতির পিতার প্রত্যাশা অনুযাযী আমরাও বাংলাদেশে সকল প্রকার অপ-সাংবাদিকতামুক্ত, বস্তুনিষ্ঠ ও তথ্যনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি এবং এ ধরণের ঘৃণ্য অপতৎপরতার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।