কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে চলছে ভর্তি মেলা। চলবে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত। এ সময় বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবে ছাত্ররা। প্রগতি সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে চলছে ভর্তির কার্যক্রম।
উল্লেখ্য, এই ভর্তি মেলায় এইচএসসি ও এ লেভেলের শিক্ষার্থী এবং এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ-র জন্য ভর্তি ফি ৬,০০০ টাকা এবং ডিপ্লোমাধারীদের জন্য ভর্তি ফি ৩,০০০ টাকা।এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাঁদের ৪র্থ বিষয় ছাড়া পৃথকভাবে জিপিএ–৫ রয়েছে, তারা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবে। পাশাপাশি তিন বা ততোধিক ছাত্র/ছাত্রী একসাথে ভর্তি হলে তারা "গ্রুপ ওয়েভার" হিসেবে টিউশন ফিতে ৫ শতাংশ ছাড় পাবে।
তাছাড়া এমবিএ-র ছাত্র-ছাত্রীদের জন্য টিউশন ফিতে ৫০ শতাংশ ও এক্সিকিউটিভ এমবিএ-র জন্য ৬০ শতাংশ ছাড় থাকছে। সকল বিষয়ে ভর্তিচ্ছুদের জন্য টিউশন ফির ওপর রয়েছে ৪০ শতাংশ ছাড়।
বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে রয়েছে বিবিএ, ইইই, সিএসই, ইংরেজি, এলএলবি, মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম এবং শিপিং এ্যান্ড মেরিটাইম সায়েন্স। স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস, এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ। এছাড়া ইইই ও সিএসইতে রয়েছে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ভর্তির সুযোগ।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-ই দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে শিপিং এবং মেরিটাইম সাইন্স নিয়ে পড়াশোনার সুযোগ। স্কুল অফ বিজনেসের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক ড. রিদওয়ানুল হক। এমবিএ ও ইএমবিএ’র কোর্স পরিচালনা করেন মার্কেটিং বিষয়ে কিংবদন্তী শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
মিডিয়া গ্র্যাজুয়েটদের শতভাগ চাকরির নিশ্চয়তা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগে পড়ার মাধ্যমে। বিভাগে রয়েছে অত্যাধুনিক মিডিয়া ল্যাব ও স্টুডিও।
সিএসই বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন কম্পিউটার সায়েন্স বিষয়ের স্বনামধন্য প্রফেসর সৈয়দ আখতার হোসেন। বিভাগে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং ডিজিটাল ক্লাসরুম। আইটি এবং প্রোগ্রামিং-এ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রযুক্তিক্ষেত্রে শিক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ বৃদ্ধিতে দৃঢ়প্রতিজ্ঞ এই বিভাগ। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ৪র্থ শিল্প বিপ্লবের এই যুগে শিক্ষার্থীদের সর্বোত্তম সক্ষম করে গড়ে তুলতে এই বিভাগ সদাসচেষ্ট।
ইইই বিভাগে রয়েছে সুসজ্জিত ল্যাব এবং উন্নত মাল্টিমিডিয়া ক্লাসরুম। বিভাগের অধিকাংশ শিক্ষক বুয়েটের স্নাতক। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষা এবং গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট এই বিভাগ। এক্ষেত্রে বিভাগটি ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স, ফোটনিক্স, টেলিকমিউনিকেশনস এবং রোবোটিক্স বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান করে থাকে। হাতেকলমে শিক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়মিত পাওয়ার প্ল্যান্ট ও ইনডাস্ট্রিয়াল পার্কে পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।
ল ডিপার্টমেন্টে রয়েছে মুট কোর্টে ট্রেনিং-এর সুযোগ। বিভিন্ন মুট কোর্ট প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা