আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৪১
১ লাখ ৩৮ হাজারে বিক্রি ৯২ কেজির বাঘাইড়

১ লাখ ৩৮ হাজারে বিক্রি ৯২ কেজির বাঘাইড়

বাঘাইড় মাছ। ছবি: দৈনিক বাংলা

তিস্তা নদীর লালমনিরহাট অংশে জেলের জালে ধরা পড়েছে ৯২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি নীলফামারী শহরের শাখামাছা বাজারে তোলেন জেলেরা। পরে মাছ-ব্যবসায়ী জিয়াউর হক মাছটি নিয়ে বিক্রি করা শুরু করেন।

জিয়াউর হক বলেন, মাছটি ৯২টি ভাগ করেছি। প্রতিভাগ ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

শহরের বড় বাজার এলাকার ব্যবসায়ী সনাতন সাহা বলেন, ‘বেলা ১১টার দিকে বাজারে বড় এই মাছটি দেখতে পাই। লোকজন মাছটি দেখতে ভিড় জমায়। ব্যবসায়ী জিয়াউর হক ১ হাজার ৫০০ টাকা কেজিতে মাছটি বিক্রি করেন।’

নীলফামারী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমীন আক্তার বলেন, দেশি মাছ এটি। পদ্মা, যমুনা ও তিস্তাসহ অন্যান্য নদীতে পাওয়া যায়। সুস্বাদু এই মাছে খেতে অনেক মজা।