আপডেট : ৩ এপ্রিল, ২০২৩ ২০:০০
তাসকিন চার সপ্তাহ বাইরে, তামিম কাল খেলবেন?
ক্রীড়া প্রতিবেদক

তাসকিন চার সপ্তাহ বাইরে, তামিম কাল খেলবেন?

তাসকিন থাকছেন না আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে, তামিমও অনিশ্চিত। ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে হঠাৎ যেন একের পর এক দুঃসংবাদই পাচ্ছে বাংলাদেশ দল। আজ জানা গেল, সাইড স্ট্রেইনের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। শুধু তা-ই নয়, চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

কিন্তু বাংলাদেশ দলে চোটের থাবা সেখানেই শেষ নয়। ছেলের অসুস্থতার কারণে তামিম ইকবালেরও এই টেস্টে না খেলার শঙ্কা দেখা দিয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আজ সাংবাদিকদের আপডেট দিয়েছেন তাসকিন আর তামিমের ব্যাপারে। তাসকিনকে নিয়ে বললেন, ‘তাসকিনকে চার সপ্তাহ বিশ্রাম দেয়া হয়েছে।’

এই মূহূর্তে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা তো বটেই, দলের সেরা খেলোয়াড়দেরই একজন তাসকিন। তার না থাকা বাংলাদেশকে এই টেস্ট নিয়ে পরিকল্পনা বদলাতে বাধ্য করতে পারে।

কিন্তু পরিকল্পনা ব্যাটিংয়ের ক্ষেত্রেও কি বদলাতে হবে? জালাল ইউনুসের কথার পর শঙ্কা তো তেমনই। জালাল ইউনুস বলেছেন, ‘এদিকে তামিম ইকবালও তার পরিবারে ঝামেলায় পড়েছে। তার ছেলে খুব অসুস্থ, তাকে নিয়ে সে ব্যস্ত আছে।’

তবে তামিমের খেলার সম্ভাবনা একেবারে শূন্য বলে দিচ্ছেন না জালাল ইউনুস, ‘শেষ মুহূর্তে সে খেলবে কি না আমি নিশ্চিত নই। আশা করি হয়তো খেলবে।’