ফৌজদারি অভিযোগের মুখোমুখি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজির হতে নিউইয়র্কে পৌঁছেছেন। তিনি নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে তার আইনজীবীদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছেন বলে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে ৩০ ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের নির্বচানের আগে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র (পর্নো) অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তাকে গোপনে অর্থপ্রদানের অভিযোগ। নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্তও করেছেন। অবশ্য ট্রাম্প এসব অভিযোগ স্বীকার করেননি।
এদিকে, ট্রাম্পের মামলার শুনানি ঘিরে ম্যানহাটন আদালতের বাইরে বিক্ষোভের আশঙ্কায় সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক পুলিশ, আদালতের কর্মকর্তাদের পাশাপাশি সিক্রেট সার্ভিস এজেন্টরা স্থানীয় সময় মঙ্গলবার সকালে ট্রাম্পকে নিউইয়র্কের রাস্তা দিয়ে লোয়ার ম্যানহাটান কোর্ট কমপ্লেক্সে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শুনানি শুরু হবে। শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করা হবে। অবশ্য ট্রাম্প দোষ স্বীকার করবেন না বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তার আইনজীবীরা।
ট্রাম্পের আইনজীবীরা তাকে আদালতে কম কথা বলার পরামর্শ দিয়েছেন। তবে আদালত কার্যক্রমের আগে বা পরে তিনি আদালত কক্ষের বাইরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পারেন। আদালতের কার্যক্রম শেষে তিনি ব্যক্তিগত বিমানে নিউইয়র্ক থেকে ফ্লোরিডা যাবেন। সেখানে তার বাসভবন মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের কাছে আদালতের অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানাবেন।
৭৬ বছর বয়সী ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন।
অন্যদিকে, ট্রাম্পকে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড জুরি অভিযুক্ত করার খবরটি প্রকাশের পর তার ক্যাম্পেইন ফান্ডে ৪০ লাখ ডলারের বেশি অর্থ জমা পড়েছে। এই অর্থের মধ্যে শতকরা ২৫ ভাগ এসেছে ফার্স্ট টাইম ডোনারদের কাছ থেকে। এতে পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছে যে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই রিপাবলিকান দলীয় মনোনয়নে ফ্রন্ট রানার। অন্যদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফ্লোরিডা রাজ্যের গভর্নর ডি স্যানটিস ও জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলি ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে ডেমোক্রেটদের সমালোচনা করেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা