নিরাপত্তা অজুহাতে রুশ নাগরিকদের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়েছে লিথুনিয়া। রাশিয়ার কোনো নাগরিক লিথুনিয়ায় জমি বা বাড়ি কিনতে পারবে না বলে দেশটির সংসদ সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে সেসব রুশ নাগরিকের লিথুনিয়ায় বসবাসের অনুমতি রয়েছে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
লিথুনিয়ার পার্লামেন্টে নতুন করে রাশিয়া ও বেলারুশের নাগরিকদের ভিসা দেয়াও স্থগিত করা হয়েছে। এছাড়া এই দুই দেশের যেসব নাগরিকের ভিসা আগেই ইস্যু করা হয়েছিল তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কিনা তা যাচাই করতে সীমান্তে ‘ব্যক্তিগত তল্লাশি’ করা হবে।
এর আগে রুশ নাগরিকদের পর্যটক ভিসা দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিল লিথুনিয়া।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা