বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে সমর্থকদের যতটা না আগ্রহ, তার থেকে একটু বেশিই আগ্রহ ছিল আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা বা না থাকা নিয়ে। আজ তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল।
মিরপুরে দল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ঘোষিত দলে উপেক্ষিত অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ। সাবেক এই অধিনায়কের বাদ পড়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকেরা আক্ষেপ প্রকাশ করেছেন।
তবে শুধু আক্ষেপে আটকে থাকেননি মাহমুদউল্লাহর সহধর্মিণী জান্নাতুল কাওসার মিষ্টি। ক্ষোভ উগরে দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। মিষ্টি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবে না।’
মাহমুদউল্লাহর এই বাদ পড়া মানতে পারেননি তার শ্যালিকা ও মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মণ্ডিও। সেই পোস্টের কমেন্টে মণ্ডি লিখেছেন, ‘আরেহ না, তাদের কাছে হার্ড হিটারদের একটি দল আছে। বলে বলে ছয় আর ছয়।’
বিসিবির কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের স্ত্রীদের এমন ক্ষোভ প্রকাশের ঘটনা এটাই নতুন নয়। এর আগে মুশফিকের স্ত্রী মণ্ডি, সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে তাদের স্বামীদের পক্ষে সাফাই দিয়ে স্ট্যাটাস দিতে দেখা গেছে। এবার সে পথে হাঁটলেন মাহমুদউল্লাহর স্ত্রী মিষ্টি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা