নেত্রকোনায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নর ঝাউসী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য সুমন চৌহান চট্টগ্রামের কাপ্তাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা শহরে রেলওয়ে স্টেশন এলাকার বকুল চৌহানের ছেলে। এ ছাড়া অটোরিকশাচালক অসিম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।
আহতরা হলেন মোফাজ্জল ও আব্দুল্লাহ্ আল মামুন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।
স্থানীয়দের বরাতে নেত্রকোনা মডেল থানার পুলিশ জানায়, চার যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনার দিকে যাচ্ছিল। রাত সাড়ে দশটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের স্থানীয়রা নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বিজিবি সদস্য সুমন চৌহান ও অটোরিকশাচালক অসিম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে উনত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা