ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪০) ওরফে কানপচা সুমন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাত ১০টার দিকে ননলছিটি পৌর এলাকার হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি (শীতলপাড়া) এলাকার আমজেদ হোসেনের ছেলে। তিনি যুবলীগের কর্মী বলে জানা গেছে।
পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে আতাউর রহমান জানান, রাত ১০টার দিকে হাইস্কুল রোডে সুমনকে কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হবে।
স্থানীয়রা বলছেন, উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফের জামাতা যুবলীগকর্মী ড্রেজার ব্যবসায়ী মুন্যা তার লোকজন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল বলেও জানায় তারা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা