রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন তিনদিন পর সম্পূর্ণ নিভেছে। ফায়ার সার্ভিস থেকে শুক্রবার সকাল ৯টার দিকে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম দিনে আগুন নিয়ন্ত্রণে এলেও পরে ধ্বংসস্তুপের বিভিন্ন স্থানে থেকে ধোঁয়া উড়তে এবং ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়। গত তিনদিন অবিরাম পানি ছিটিয়ে ডাম্পিং করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছিলে, বঙ্গবাজারের প্রায় পুরোটাই ছিল কাঠের ফ্রেমের উপর বানানো। এই কাঠের তৈরি কাটামো আগুনে পুড়ে জমির সঙ্গে মিশে যায়। মার্কেটের দোকানগুলোর শাটার, চালসহ লোহার তৈরি অংশের নিচে চাপা পড়ে ব্যবসায়ীদের আধাপোড়া কাপড়। এসব কাপড়েই ধোঁয়া উড়ছিল জ্বলছিল আগুন।
গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে বঙ্গবাজারে। খবর পেয়ে ফাযার সার্ভিস ৬টা ১২ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে যায় প্রায় পাঁচ হাজার দোকান।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীন জানিয়েছিলেন, পানির অভাব, বাতাস ও উৎসুক জনতার জন্য আগুন নিযন্ত্রণে আনতে দেরি হয়। আগুন নির্বাপণে নিয়োজিত ফায়ার সার্ভিসের ৮ কর্মী আহত হন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা