আপডেট : ৭ এপ্রিল, ২০২৩ ১৭:২৯
ওসি হারুনের সুর পাল্টে এল মহানগর-২-এর ট্রেলার
বিনোদন প্রতিবেদক

ওসি হারুনের সুর পাল্টে এল মহানগর-২-এর ট্রেলার

‘মহানগর’ সিরিজে ‘ওসি হারুন’ চরিত্রে মোশাররফ করিম

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর তুমুল জনপ্রিয় সিরিজ ছিল মহানগর। আশফাক নিপুনের নির্মাণে সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। ‘ওসি হারুন’ নামের চরিত্রটি পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। এবার সেই সিরিজের দ্বিতীয় কিস্তি আসতে যাচ্ছে ঈদে। এরই মধ্যে নির্মাণ করা শেষ হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে হইচই-এ দেখা যাবে সিরিজটি। তবে তার আগে শুক্রবার প্রকাশ পেল সিরিজটির ট্রেলার।

এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে দেখা গেছে, মহানগরে এক রাতে ঘটে যাওয়া অনেক গল্প। কিন্তু শেষে রেখে যায় বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন। সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার জন্য দর্শকরা অধীরভাবে অপেক্ষা করছে। পুরো সিরিজজুড়ে জনপ্রিয় ছিল ওসি হারুনের মুখের জনপ্রিয় সংলাপ- ‘দুটি কথা মনে রাখবেন’। তবে নতুন সিজনের ট্রেলারে হারুন বলেছেন ‘দুটি কথা ভুলে যাবেন।’

প্রথম সিজনে গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘মহানগর-২’-এর ট্রেলার। দেখা মিলেছে পুলিশের দুর্নীতি এবং উপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরের অতিসাধারণ কিছু মানুষ আটকা পড়ে নানা ধরনের ফন্দিতে।

এই সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও কারাগার-খ্যাত দিব্য জ্যোতিসহ আরও অনেকে। এ ছাড়া এই সিরিজের মাধ্যমে হৈচৈতে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী আফসানা মিমির।

‘মহানগর-২’-এর ট্রেলার মুক্তি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর অন্যতম প্রিয় চরিত্র। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সিজন-২ এর গল্পে এমন কিছু পাওয়া যাবে, যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলারটি কেবল তার ছোট্ট একটি ঝলক।’

‘মহানগর’-এর পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শকরা সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা দেখে আমি সত্যি খুব আনন্দিত।’

‘মহানগর-২’ সিরিজটি ২০ এপ্রিল থেকে হইচই-তে স্ট্রিমিং হবে।