আপডেট : ৭ এপ্রিল, ২০২৩ ২৩:৩৮
চবিতে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

উদ্ধারের পর অজগরটিকে বিশ্ববিদ্যালয়ের গোল পুকুর নির্জন পাহাড়ে অবমুক্ত করা হয়। ছবি: দৈনিক বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রে দক্ষিণ ক্যাম্পাস সংলগ্ন একটি জমি থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকার একটি বাড়ি গেইট সংলগ্ন জমি থেকে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয়ের গোল পুকুর নির্জন পাহাড়ে অবমুক্ত করা হয়।

খবর পেয়ে সাপটিকে উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক আছির উদ্দিন।

আছির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী রাতুলের কাছ থেকে খবর পেয়ে আমরা সাপটিকে উদ্ধার করি। পরে গোলপুকুর সংলগ্ন নির্জন পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। এটি প্রায় ৬ থেকে ৭ ফুট লম্বা। ওজন প্রায় ২ কেজির মতো। অজগর সাপ অবিষধর সাপ। এখন বর্ষার শুরু, সাপেরা শীত নিদ্রা শেষে বেরিয়ে আসতে শুরু করছে। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।