আপডেট : ৮ এপ্রিল, ২০২৩ ০১:২৯
বঙ্গবাজারে আগুন: পুলিশ-ফায়ার সার্ভিসের মামলায় ৮ জন রিমান্ডে
প্রতিবেদক, দৈনিক বাংলা

বঙ্গবাজারে আগুন: পুলিশ-ফায়ার সার্ভিসের মামলায় ৮ জন রিমান্ডে

বঙ্গবাজারে আগুন। দৈনিক বাংলা ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা এবং গাড়ি ও কার্যালয় ভাঙচুরের অভিযোগে বংশাল থানায় পৃথক দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বংশাল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান শুক্রবার রাতে দৈনিক বাংলাকে বলেন, বৃহস্পতিবার বংশাল থানার উপপরিদর্শক (এসআই) ইস্রাফিল হাওলাদার অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেছিলেন। শুক্রবার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলমও একটি মামলা করেন। এসব মামলায় ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ১০ জন হলেন আল আমিন, জাহাঙ্গীর, বেলায়েত, জসিম, শওকত হোসেন, ইদ্রিস, খলিল, মো. রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন। শুক্রবার তাদের ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলামের আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ।

আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিন করে রিমান্ড আবেদন করে। অন্যদিকে আসামিদের পক্ষে আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা। পুলিশ পরিদর্শক মজিবুর রহমান জানান, রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে বিচারক বেলায়েত ও জসিম ছাড়া বাকি আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাশাপাশি আগামী ১৭ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেন দেন ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম।

গত ৪ এপ্রিল বঙ্গবাজার হকার্স মার্কেটে আগুন লাগলে একে একে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ করে। একপর্যায়ে আগুন আশপাশের আশপাশের মার্কেটসহ পুলিশ সদর দপ্তরের এনেক্সকো ভবনেও ছড়িয়ে পড়ে। এরকম সময়ে বঙ্গবাজার হকার্স মার্কেটের বিপরীত পাশে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হন ফায়ার সার্ভিসের কর্মীরাও। ঘটনাস্থলে থাকা এসআই (নিরস্ত্র) মো. রুবেল খান জখম হন তাদের হামলায়।

ফায়ার সার্ভিস মামলার এজাহারে উল্লেখ করেছে, হামলায় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলের ১৪টি গাড়ি, মেইন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন ও সিনিয়র স্টেশন অফিসারের অফিস ভাঙচুর হয়। আহত হন সিনিয়র কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের চার সদস্য। হামলায় আনুমানিক ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।