আপডেট : ৮ এপ্রিল, ২০২৩ ১০:৩৭
বিরল রোগ, পানিতে অ্যালার্জি
অধ্যাপক শুভাগত চৌধুরী

বিরল রোগ, পানিতে অ্যালার্জি

প্রতীকী ছবি

পানির অপর নাম জীবন। অথচ অনেকেরই কিন্তু পানিতে অ্যালার্জি রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয়, অ্যাকুজেনিক আর্টিকেরিয়া। তবে এই বিরল রোগে আক্রান্ত হওয়াদের সংখ্যা খুবই কম। ত্বকের বিভিন্ন প্রকার অ্যালার্জির মধ্যে আর্টিকেরিয়া বা আমবাত অন্যতম। এতে শরীর চাকা ও লাল হয়ে ফুলে ওঠে এবং ভীষণ চুলকায়। ঠোঁটে, চোখের ভেতর ও শ্বাসনালিতেও এই অ্যালার্জি হতে পারে। আর্টিকেরিয়ার রোগীদের শতকরা ২০ জন জন্মগতভাবে এ সমস্যায় ভুগে থাকেন।

যারা এই এলার্জিতে আক্রান্ত, তারা পানির সংস্পর্শে এলে সেই পানির তাপমাত্রা যাই থাকুক না কেন দেখা দেয় আমবাত। বৃষ্টির পানিতে গোসল, অথবা শরীরে লাগলে অনেকেরই বুকে-পিঠে-পেটে আমবাত হয়। আবার কারও ঘামের কারণে, এমনকি চোখের পানিতেও এলার্জি হয়।

আমবাত বেশি আক্রমণ করে নারীদের। তবে এর সঠিক কারণ এখনো জানা যায়নি। এই রোগ এতই বিরল যে, পৃথিবীর ২৩০ মিলিয়ন মানুষের মধ্যে একজনের হতে পারে আর্টিকেরিয়া।

কেমন এর উপসর্গ

পানির সংস্পর্শে ত্বকে লাল লাল দাগ হয় প্রথমে। পরে সেখানে চুলকানো শুরু হয়। আমবাতের আকার এক থেকে তিন মিলিলিটার গোলাকার হয়ে চুলকানি সৃষ্টি হতে পারে। আর এর কিনারা খুব স্পষ্ট থাকে। পানির সংস্পর্শে এলে চুলকানি যেমন হতে পারে, তেমনি হতে পারে শ্বাসকষ্ট, বুকে শো শো শব্দ। তবে এটা দীর্ঘসময় চলে না, আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টার ভেতরে আপনা-আপনিই চলে যায়।

আক্রান্ত রোগীদের পানি যেন ত্বক না ছোঁয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পানি ঠোঁটের সংস্পর্শে এলে ঠোঁটে বা মুখের ভেতর হতে পারে প্রতিক্রিয়া।

কী এর কারণ

অ্যাকুজেনিক আর্টিকেরিয়ার কারণ এখনো অজানা। তবে গবেষণা চলছে। কেন কিছু মানুষের এমন অ্যালার্জি হয়, সে নিয়ে কিছু তত্ত্ব দাঁড় করিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তার মধ্যে রয়েছে, পানিতে দ্রবীভূত কিছু বস্তু ত্বক ভেদ করে অ্যালার্জিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই এর কারণ পানি নয়, দ্রবীভূত কিছু অ্যালার্জেন। তবে এই রোগ যেহেতু বিরল, তাই এর সম্পর্কে বর্ণনা করা কঠিন।

রোগ নির্ণয়

অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ বা ডারমাটোলজিস্ট এর উপসর্গ দেখে, ইতিহাস জেনে রোগ নির্ণয় করেন। তখন চিকিৎসক তাকে ওয়াটার চ্যালেঞ্জ টেস্ট করার পরামর্শ দেন। আর এটি করতে পানি দিয়ে আর্দ্র করে একটি কাপড় রেখে দেয়া হয় ত্বকের ওপর। আর লক্ষ্য করা হয় ২০ মিনিট। কাপড় দেয়া হয় শরীরের ওপর অংশের ত্বকে।

চিকিৎসা

পানিতে অ্যালার্জির কোনো চিকিৎসা এখনো উদ্ভাবিত হয়নি। এর আদর্শ চিকিৎসা পানি স্পর্শ না করা। কিন্তু সেটা সম্ভব নয় বলে দেয়া হয় অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ। অয়েল বেসড ইমালসন এবং ফটো থেরাপি।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ