আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৩৩
৫০ কোটি ডলার দেবে এডিবি

৫০ কোটি ডলার দেবে এডিবি

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও এডিবির বাংলাদেশ প্রধান এডিমন্ড গিনটিং। ছবি: দৈনিক বাংলা

বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আজ বৃহস্পতিবার এডিবির বাংলাদেশ প্রধান এডিমন্ড গিনটিংয়ের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক করেন।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, এই বছরের মধ্যেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে। এই টাকা ১৫ বছরের জন্য বাংলাদেশ পাবে। এজন্য গ্রেস পিরিয়ড ৩ বছর। সুদের হার হবে বছরে দশমিক ৫০ শতাংশ।

এ ছাড়া বন্যা দুর্গত এলাকার পুনর্বাসন প্রকল্প ঋণ নিয়েও আলোচনা হয়েছে।