আপডেট : ৯ এপ্রিল, ২০২৩ ১৫:৫৭
সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকচাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: দৈনিক বাংলা

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম চঞ্চল মোল্লা (৩৫)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার চর নরান্দিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।

পুলিশ জানায়, মিল্কভিটার দুধবাহী একটি ট্রাক মানিকগঞ্জের পাটুরিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মোটরসাইকেল ওই ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ভেঙে ওপরে উঠে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বলেন, ‘নিহতের পকেটে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি কী করতেন, কোথায় যাচ্ছিলেন এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’