আপডেট : ১০ এপ্রিল, ২০২৩ ১৩:৩৫
ছেলের সামনে বাবা খুন: পুনঃতদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

ছেলের সামনে বাবা খুন: পুনঃতদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে শিশুপুত্রের সামনে বাবা শাহীনুদ্দিন মানিককে কুপিয়ে হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন জমার তারিখ আগামী ২১ মে ঠিক করেছেন আদালত।

সোমবার এ প্রতিবেদন জমার জন্য দিন ধার্য ছিল। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলাম তা দিতে এ নতুন দিন ধার্য করেন।

২০২১ সালের ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে শাহীনুদ্দিন মানিককে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় মানিকের মা আকলিমা বেগমের অভিযোগের পর ২০২১ সালের ১৭ মে পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে এ মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন।

অভিযোগপত্রে আরও আসামি করা হয় সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেনকে।

সুমন ও শফিকুল ছাড়া বাকি ১৩ আসামি কারাগারে। এদের মধ্যে নয়জন আদালতে খুনের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তবে গত বছরের ১২ মে মানিকের মা নারাজির আবেদন দিলে তা গ্রহণ করেন আদালত। সে সঙ্গে পিবিআইকে মামলাটির পুনরায় তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।