আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা— দেশজুড়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলবে আরও এক সপ্তাহ। বোরো আর আমসহ নানা ধরনের ফসলের জন্য গুরুত্বপূর্ণ এই মৌসুমে তাপপ্রবাহ পরিস্থিতিতে কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসব পরামর্শের মধ্যে বিশেষ করে জোর দিতে বলা হয়েছে সেচে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শগুলো তুলে ধরেছে অধিদপ্তর। এদিনই আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী সাত দিন দেশজুড়ে মৃদু থেকে মাঝারী এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
এ পরিস্থিতি মাথায় রেখেই এই সময়ে বিশেষ কৃষি পরামর্শ মানতে বলছে সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে বোরো ধান প্রসঙ্গে বলা হয়েছে, তাপপ্রবাহের ক্ষতি থেকে ধান রক্ষার জন্য বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে এবং ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই ২ থেকে ৩ ইঞ্চি দাঁড়ানো পানি রাখতে হবে।
পরামর্শে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আম গাছের গোড়ায় পর্যাপ্ত সেচ দিতে হবে, প্রয়োজনে গাছের শাখাপ্রশাখায় পানি স্প্রে করা যেতে পারে; সবজির জমিতে আগামী এক সপ্তাহে মাটির ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনটি সেচের ব্যবস্থা করতে হবে; এবং ফল ও সবজির চারাকে তাপপ্রবাহের ক্ষতি থেকে রক্ষার জন্য মালচিং ও সেচ নিশ্চিত করতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যার তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টায় প্রায় সারা দেশেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এই সময়ে কোথাও বৃষ্টিপাতের রেকর্ডও নেই। আর আগামী এক সপ্তাহে যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে সেই তালিকায় জেলার সংখ্যা প্রায় ৫০টি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা