আপডেট : ১১ এপ্রিল, ২০২৩ ১১:৩২
বাবরের অধিনায়কত্ব কেড়ে নিতে চাওয়ার কথা অস্বীকার আফ্রিদির
ক্রীড়া ডেস্ক

বাবরের অধিনায়কত্ব কেড়ে নিতে চাওয়ার কথা অস্বীকার আফ্রিদির

বাবরের অধিনায়কত্ব কেড়ে নিতে চাওয়ার কথা অস্বীকার আফ্রিদির/জিও সুপার

বাবর আজমকে পাকিস্তান দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন শহীদ আফ্রিদি। গত রবিবার (৯ এপ্রিল) একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপে এমন বিস্ফোরক তথ্য ফাঁস করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

তবে এর একদিন পরই ভোল পাল্টেছেন পিসিবি চেয়ারম্যান, নতুন করে বিষয়টি নিয়ে টুইটের মাধ্যমে নিজের বক্তব্য পরিস্কার করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন আফ্রিদিও।

সেই ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপে নাজাম শেঠি বলেছিলেন, শহীদ আফ্রিদির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি নাকি আনুষ্ঠানিক বৈঠকে বসার আগেই অধিনায়ক পদে পরিবর্তন আনার সুপারিশ করেছিল।

শেঠির এই মন্তব্যের পর প্রশ্নবাণ ধেয়ে যায় আফ্রিদির দিকে। কেন বাবর আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন আফ্রিদি? এই প্রশ্নে যখন সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব, তখন সোমবার এই বিতর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করে টুইট করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি, ‘আমি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন, বাবর আজমের অধিনায়কত্বের বিষয়ে তিনি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি। তিনি অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছেন। এই আলোচনা তাই শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও দলের জন্য শুভকামনা।’

এদিকে নিজের আগের বক্তব্য থেকে খানিকটা সরে এসে নাজাম শেঠি টুইটে লিখেছেন, ‘অনেক মাস ধরেই সংবাদমাধ্যম ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সব সংস্করণে বাবরকে অধিনায়ক রাখা নিয়ে কথা বলছিল। যেহেতু এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত, আমি শহীদ আফ্রিদি ও হারুন রশিদের নির্বাচক কমিটির কাছে মতামত জানতে চেয়েছিলাম।’

আগামী ১৪ এপ্রিল বাবর আজমের নেতৃত্বে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান।