আপডেট : ১১ এপ্রিল, ২০২৩ ২১:০৭
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার যখন মিলনমেলা
প্রতিবেদক, দৈনিক বাংলা

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার যখন মিলনমেলা

ছবি: দৈনিক বাংলা

ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠান পরিণত হয়েছিল রাজনীতিবিদ, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও সংস্কৃতি অঙ্গনসহ সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন এবং ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত আমাদের বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার উল্লেখ করেন, এই ইফতার জমায়েত মানুষে-মানুষে গভীর বন্ধনেরও প্রতীক, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে।

তিনি বলেন, এই ইফতার জমায়েত ভ্রাতৃত্বের চেতনাকে উদযাপন করে এবং মানবতা, সহানুভূতি ও অন্তর্ভুক্তির যৌথ মূল্যবোধকে পুনর্ব্যক্ত করে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন এবং উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্পও প্রদর্শন করে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা, ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি জাসদ, ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।