আপডেট : ১১ এপ্রিল, ২০২৩ ২২:৪২
আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে তরুণ নিহত
প্রতিনিধি, ঢাকা (সাভার) 

আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে তরুণ নিহত

মঙ্গলবার সন্ধ্যার দিকে যাত্রীবাহী বাসটি সড়কে উল্টে যায়। ছবি: দৈনিক বাংলা

ঢাকার সাভারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন মো. বাদশা (৩০)। ‍দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার দিকে যাচ্ছিল। এ সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনাস্থলে বাদশা নামে ওই তরুণ নিহত হন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছুক্ষণ যানচলাচল বিঘ্নিত হয়। পরে বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।