আপডেট : ১২ এপ্রিল, ২০২৩ ১১:৫০
মাদ্রিদের ম্যাচ কখন কোথায়, আইপিএলে আজ কার খেলা?
ক্রীড়া ডেস্ক

মাদ্রিদের ম্যাচ কখন কোথায়, আইপিএলে আজ কার খেলা?

চেলসির বিপক্ষে আজও মাদ্রিদের ভরসা হবেন বেনজেমা? ছবি: এএফপি

মোস্তাফিজকে এবারের আইপিএলে প্রথমবার দেখার রাতে বাংলাদেশের মানুষের অনুভূতিটা খুব একটা সুখকর হয়নি। মোস্তাফিজ খুব বেশি ভালো করতে পারেননি, তার দলও হেরেছে। তবে আজ আইপিএলে নির্ভার থেকে ম্যাচ দেখার সুযোগ আসছে – আজ মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

ফুটবল সমর্থকদের আজ পোয়াবারো। গত রাতে হলান্ডের ম্যান সিটি আর বায়ার্নের ম্যাচ দেখেছেন, চ্যাম্পিয়নস লিগে আজ তাদের জন্য অপেক্ষায় রেয়াল মাদ্রিদ ও চেলসির ম্যাচ। অন্য ম্যাচে দুই ইতালিয়ান দল এসি মিলান ও নাপোলি মুখোমুখি।

টিভিতে কিংবা মোবাইলের পর্দায় কোন ম্যাচ কখন কোথায় দেখবেন?

ক্রিকেট

আইপিএল । চেন্নাই সুপার কিংস – রাজস্থান রয়্যালস । রাত ৮টা । গাজী টিভি, টি স্পোর্টস

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ । এসি মিলান – নাপোলি । রাত ১টা । সনি টেন ১, টফি অ্যাপ

চ্যাম্পিয়নস লিগ । রেয়াল মাদ্রিদ – চেলসি । রাত ১টা । সনি টেন ২, টফি অ্যাপ