আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০৯:১১
পর্দায় ইমনকে নিয়ে কবরীর নায়িকা

পর্দায় ইমনকে নিয়ে কবরীর নায়িকা

বীরত্ব ছবিতে মামুনুল ইমন ও নিশাত নাওয়ার সালওয়া

২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। তারপর খুব বেশি কাজ করা হয়নি। ২০২০ সালে চুক্তিবদ্ধ হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক কবরী সারোয়ারের নতুন সিনেমায়। ‘এই তুমি সেই তুমি’ নামের এই সিনেমার কাজ শেষ করার আগেই গত বছর প্রয়াত হয়েছেন কবরী। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটির এখন মুক্তির অপেক্ষায় আছে। তখন থেকেই কবরীর নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন সালওয়া।

চার বছরের ক্যারিয়ারে কোনো ছবি মুক্তি না পেলেও এবার প্রেক্ষাগৃহে নিজের অভিনীত তৃতীয় সিনেমা বীরত্ব নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন সালওয়ার সিনেমা। সাইদুল ইসলাম রানা পরিচালিত এই সিনেমায় সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন নায়ক মামুনুল ইমন। কেমন হয়েছে বীরত্ব? জানতে চাইলে সালওয়া বলেন, ‘আমার প্রথম মুক্তি পাওযা সিনেমা হওয়ার কথা ছিল কবরী আপার ‘এই তুমি সেই তুমি’ সিনেমা অথবা মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত স্বপ্নে দেখা রাজকন্য। কিন্তু তৃতীয় সিনেমায় হয়ে গেল প্রথম সিনেমা। অবশ্যই বলব এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। এই সিনেমার শুটিং হয়েছে দেশের প্রায় ১২০টির বেশি লোকেশনে। করোনার মধ্যেও আমরা শুটিং করেছি। শুধু তাই নয়, ঢাকার একটি করোনা ডেডিকেটেট হাসপাতালে শুটিং করেছি আমরা। আমি মনে করি- শুধু নায়ক-নায়িকা নয়, একটা পূর্ণাঙ্গ গল্পের সিনেমা দর্শক উপভোগ করতে পারবেন।’

নায়িকার সঙ্গে গলা মেলালেন পরিচালক সাইদুল ইসলাম রানা। তিনি বলেন, ‘এমন একটা বিষয় নিয়ে আমাদের ছবি এটা এর আগে সিনেমায় দেখেনি দর্শক। আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই, সিনেমা হলে এলে দর্শক নিরাশ হবেন না।’

অবশ্য সিনেমার নায়ক মামুনুল ইমন ছবিটি নিয়ে বলেন, ‘এটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। ছবিটির শুটিং করতে গিয়েই তার মনে হয়েছে ছবিটি দর্শক পছন্দ করবেন।’

দৈনিক বাংলাকে এই অভিনেতা বলেন, ‘আমরা যখন শুটিং করি তখন দেশে করোনা ছিল। এর মধ্যে দেশের নানান জায়গায় শুটিং করতে হয়েছে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করার।’

পরিচালক জানান, সালওয়া ও ইমন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নায়িকা নিপুণ, নাসিম, ইন্তেখাব দিনার, মনিরা মিঠুসহ অনেকেই। ছবিটির বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৮০ লাখ টাকায় নির্মিত হয়েছে বীরত্ব। আর মুক্তি পাচ্ছে ৩০টিরও বেশি সিনেমা হলে।