উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে বৃহস্পতিবার জাপানে ভয় ও বিভ্রান্তি দেখা দেয়। জাপানে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নিদের্শ দেয়া হয়। ৩০ মিনিট পরে নির্দেশটি বাতিল করা হয়।
বিবিসি জানায়, উত্তর কোরিয়া গতকাল সকালে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এতে জাপানে হোক্কাইডোতে বিপদ সংকেত বেজে ওঠে। বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নিদের্শ দেয়া হয়। পরবর্তী সময়ে সতর্কবার্তা তুলে নিয়ে জাপানের কর্তৃপক্ষ জানায়, দ্বীপের কাছে ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়নি।
গত জানুয়ারি থেকে উত্তর কোরিয়া অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দেশটির এমন একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এই অঞ্চলে উত্তেজনা বেড়ে চলেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ধারণা করছে, উত্তর কোরিয়া এবার নতুন ধরনের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণোস্ত্রে পাথুরে কয়লা, কাঠকয়লা ইত্যাদি শক্ত জাতের জ্বালানি ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০০ কিলোমিটার উড়ে সাগরে গিয়ে পড়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাবে গভীর উসকানিমূলক কাজ বলে মনে করছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের ধরন বিশ্লেষণ করে দেখছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।
এদিকে হোক্কাইডো দ্বীপে সতর্কতা জারির পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিশ্চিত করেন যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি তার দেশের ওপর পড়েনি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা জানিয়েছেন, দৃশ্যত আইসিবিএম জাতীয় ক্ষেপণাস্ত্রটি পূর্ব দিকের কোণে ছোড়া হয়েছে আর এটি জাপানের অর্থনৈতিক জলসীমা অঞ্চলে পড়েনি। জাপানের উপকূল রক্ষী বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পূর্বদিকের সাগরে পড়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি পিয়ংইয়ংয়ের বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাপানের নিরাপত্তার ওপর ‘গভীর ও আসন্ন হুমকি’ বলে মন্তব্য করেন। এদিকে জাপানের গণমাধ্যমে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে হোক্কাইডো দ্বীপে আতঙ্ক ছড়ায়। স্কুল খোলার সময় পিছিয়ে দেয়া হয়। কিছু ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কড়া নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র । সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, উত্তর কোরিয়া অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা