মাদারীপুরের ডাসার উপজেলায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি করা মামলায় বিএনপির কেন্দ্রীয় এক নেতাসহ চার নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত সে আবেদন মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে শুনানি শেষে আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী এ নির্দেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন— বিএনপি নেতা খোকন তালুকদার, মন্নান সরদার, নুরু তালুকদার ও শহিদুল ব্যাপারী। জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দুজনকে এক দিন ও পরের দুজনকে দুদিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।
এর আগে গত শনিবার বিকেলে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় বিএনপির কর্মসূচি চলাকালীন ছাত্রলীগ-ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন।
ওই সময় ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান ওরফে খোকন তালুকদার, ডাসার যুবদল নেতা নুরু তালুকদার, ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার ও কালকিনি উপজেলা স্বেচ্ছাবেসক দলের আহ্বায়ক শহিদুল ব্যাপারীকে আটক করে ডাসার থানা পুলিশ। পরে দিবাগত মধ্যরাতে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন ২৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। এতে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
মাদারীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করে চার জনকে রিমান্ড দিয়েছেন আদালত।
এদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনুর হোসেন বলেন, আদালত আমাদের জামিন আবেদন মঞ্জুর করেননি। উল্টো পুলিশের করা রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব। আশা করছি, উচ্চ আদালতে আমরা জামিন পাব।
জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, এই মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন জানান। আদালত থানা হেফাজতে বিএনপির দুই নেতাকে এক দিন করে ও বাকি দুজনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা