আপডেট : ১৪ এপ্রিল, ২০২৩ ২৩:৫৬
মুগদায় গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার
প্রতিবেদক, দৈনিক বাংলা

মুগদায় গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর মুগদার ধামিক পাড়া বালুর মাঠ সংলগ্ন গ্রীন মডেল টাউনের খোলা জায়গা থেকে অজ্ঞাতনামা যুবকের (২০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ৮টায় মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, দুপুরে খবর পেয়ে মুগদা থানার গ্রীন মডেল টাউনের ভেতরে খোলা জায়গা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের গলায় গামছা পেঁচানো ছিল। তার শরীরে ধরালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার পরিচয় জানা যায়নি। মরদহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে ফেলে গেছে। তদন্ত করছি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান এই ‍পুলিশ কর্মকর্তা।