গত বছরের ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের ‘মিষ্টি জুটি’ রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বলিউডের আর দশটা বিয়েকে সহজেই টেক্কা দিয়ে চোখ ধাঁধানো আয়োজনেই বিয়ে হয়েছিল তাদের। সেই হিসেবে গত শুক্রবার ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী।
এই দিনে প্রেমঘন মুহূর্তে ধরা দিলেন এই জুটি। একসঙ্গে বেরিয়েছিলেন তারা, গাড়িতে করে যাওয়ার সময় ফটোশিকারীদের দেখেই থেমে গেলেন। দুপাশে সারি দিয়ে ক্যামেরার ঝাঁক। নজর এই দম্পতির দিকে। তাদের এক ঝলক দেখার জন্য অপেক্ষা থাকে অনুরাগীদের। তাই বিশেষ দিনে সকলের শুভেচ্ছা পেতে গাড়ির কাঁচ নামিয়ে হাত ছুঁয়ে দেন অনুরাগীদের।
এক বছর পার হলেও এই জুটির ভালোবাসা কমেনি একটুও। ভক্তদের সামনেই রণবীরের কাঁধে মুখ লুকোলেন আলিয়া। স্বামীর গালে এঁকে দিলেন চুম্বন। সেই মুহূর্তও ধরা পড়ল ক্যামেরায়। ভিডিও দেখে আরও এক রাশ শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। কেউ মন্তব্য করলেন, ‘কী মিষ্টি!’ আবার কেউ বললেন, ‘আলিয়া প্রেমে আচ্ছন্ন। দেখা যাচ্ছে তার চোখে মুখে।’ আবার কেউ মন্তব্য করলেন, ‘দুজনেই দারুণ! একে অপরের জন্য তৈরি।’
প্রায় ছয় বছর প্রেম করার পর সাত পাকে বাঁধা পড়েন ‘রণলিয়া’। তাদের জীবনে এসেছে নতুন অতিথি। বিয়ের ছয় মাসের মাথায় কন্যাসন্তানের মা-বাবা হন তারা। এ নিয়েই খুব সুখে রয়েছেন এই দম্পতি। এক সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়, ‘আপনি কী ভাল স্বামী হতে পেরেছেন?’ খুব একটা ভনিতা না করেই রণবীর বলেন, ‘আসলে জীবনে সব কিছুতেই যে তুমি এক নম্বর হবে, তেমনটা নয়। আমি মনে করি না, আমি ভাল ছেলে কিংবা ভাল স্বামী হতে পেরেছি। তবে এই সচেতনতাটা থাকা দরকার। সেটা থাকলেই বুঝবেন যে, সঠিক পথে আছেন।’
বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন দম্পতি। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের নানা মুহূর্তের স্মৃতি পোস্ট করে সবাইকে ভালবাসা জানান রণবীর ও আলিয়া।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা