ক্রীড়া প্রতিবেদক
সব ঠিক থাকলে বিশ্বকাপটা নিজেদের মাটিতেই খেলতেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। কিন্তু করোনাভাইরাস আর সব ঠিক থাকতে দিল কই!
মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের পরিকল্পনা ছিল আইসিসির, কিন্তু সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি করোনাভাইরাসের কারণে। ২০২১ সালের জানুয়ারির পর ডিসেম্বরেও বিশ্বকাপ আয়োজনের ভাবনায় বাধা হয়ে দাঁড়ায় করোনা। এরপর আইসিসি এ বছরে আবার বিশ্বকাপ আয়োজন করতে চাইলেও বিসিবি অপারগতা জানিয়ে দেয়। পরে সেটি দক্ষিণ আফ্রিকায় নিতে বাধ্য হয় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
সেই বিশ্বকাপ অবশেষে শুরু হচ্ছে ২০২৩ সালের ১৪ জানুয়ারি এবং চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। কাল এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। ১৬ দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের।
ইতিহাসের প্রথম মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই কঠিন গ্রুপে পড়ছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপের বাকি তিন দল অষ্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। বিসিবির মেয়েদের ক্রিকেট বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ বললেন, ‘তুলনামূলক কঠিন গ্রুপ হলেও এটা ক্রিকেটের অংশ। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’
বাংলাদেশের মেয়েদের বয়সভিত্তিক দল খুব বেশি অভিজ্ঞ নয়। তবে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাই জানালেন তৌহিদ, ‘আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। এটা শুরু হয়েছে, নিয়মিত চলবে। মেয়েরা সিনিয়র ডিভিশন খেলেছে, ন্যাশনাল লিগ খেলেছে। তারা খেলার মধ্যেই আছে।’
বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ টি-টোয়েন্টির একটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। কাল বিকেএসপিতে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ডলি আক্তারের ৩৪ বলে ৬৮ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়ার ইনিংস থামে ১০২ রানে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ৪টি গ্রুপের শীর্ষ ৩ দল উঠবে পরের রাউন্ডে। ১২ দলকে সেখানে আবার ৬ দলের দুই গ্রুপে ভাগ করা হবে- সেটির নাম দেয়া হয়েছে সুপার সিক্স! সেখানে ‘এ’ গ্রুপের দলগুলো মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপ থেকে ওঠা তিন দলের। ‘বি’ গ্রুপ মুখোমুখি হবে ‘সি’ গ্রুপ থেকে আসা দলগুলোর।
বিশ্বকাপের গ্রুপগুলো
এ গ্রুপ: বাংলাদেশ, অষ্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র।
বি গ্রুপ: ইংল্যান্ড, পাকিস্তান, রুয়ান্ডা, জিম্বাবুয়ে।
সি গ্রুপ: ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ।
ডি গ্রুপ: ভারত, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ
১৪ জানুয়ারি অস্ট্রেলিয়া বেনোনি
১৬ জানুয়ারি শ্রীলঙ্কা বেনোনি
১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্র বেনোনি
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা