আপডেট : ১৬ এপ্রিল, ২০২৩ ২০:২১
সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার পরও বাটার শেয়ারে ধস
প্রতিবেদক, দৈনিক বাংলা

সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার পরও বাটার শেয়ারে ধস

প্রতীকী ছবি

করোনা মহামারিতে ২০২০ আর ২০২১ সালে মিলিয়ে ১৩৯ কোটি টাকা লোকসান দেখিয়েছিল বহুজাতিক জুতা কোম্পানি বাটা। বাংলাদেশে ব্যবসা শুরু করার পরে এছাড়া আর কোন বছর লোকসান দেখাতে হয়নি তাদের। ২০২২ সালে আবার মুনাফায় ফিরেছে তারা। ২০২২ সালে বাটা লভ্যাংশ দিয়েছে মোট ৩৬৫ শতাংশ। ২০০৯ সাল পর্যন্ত এর বেশি লভ্যংশ দেয়নি বাটা। সে হিসেবে গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ এই লভ্যাংশ।

২০২২ সালের মোট লভ্যাংশের ২৬০ শতাংশ আগেই ঘোষণা করা হয়েছিল। সেটা দেয়া হয়ে গেছে। সর্বশেষ রোববার ঘোষণা করা হয়েছে ১০৫ শতাংশ। আর এর জন্য রেকর্ড ডেট করা হয়েছে চলতি বছরের ১৮ মে। কোম্পানিটির সাধারণ সভা হবে চলতি বছরের ১৩ জুলাই।

২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২৯ টাকা ৯৮ পয়সা। শেয়ার সংখ্যা দিয়ে গুন করলে মোট মুনাফা হয় ৪১ কোটি টাকা। এই সময় কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য দেখিয়েছে ২৫২ টাকা ১৬ পয়সা। আর শেয়ার প্রতি নগদ প্রবাহ দেখিয়েছে ১০৭ টাকা ৮৪ পয়সা। ২০২১ সালে বাটা শেয়ার প্রতি লোকসান দেখিয়েছিল ৫ টাকা ১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দেখিয়েছিল ২৫২ টাকা ৩৩ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ দেখিয়েছে ৯১ টাকা ৭০ পয়সা।

এত ভালো খবরের পরেও রোববার বাটার শেয়ারের দাম কমে গেছে। গত বৃহস্পতিবার বাটার শেয়ার ছিল ৯৭৪ টাকা ৮০ পয়সা।আর রোববার ২১ টাকা ৮০ পয়সা কমে হয়েছে ৯৫৩ টাকা।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
২০১৮ সালে বাটা ৯৯ কোটি ৪৫ লাখ টাকা মুনাফা করেছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩৪ টাকা ৫০ পয়সা।
২০১৯ অর্থবছরে মুনাফা হয় ৪৯ কোটি ৪০ লাখ টাকা। লভ্যাংশ দেয়া হয় ১২ টাকা ৫০ পয়সা।
২০২০ অর্থবছরে লোকসান হয় ১৩২ কোটি ৬২ লাখ টাকা। লভ্যাংশ দেওয়া হয় প্রতি শেয়ারে ২ টাকা ৫০ পয়সা।
২০২১ অর্থবছরে লোকসান হয় ৬ কোটি ৮৫ লাখ টাকা। লভ্যাংশ দেওয়া হয় প্রতি শেয়ারে ১০ টাকা।

পুঁজিবাজারে এ কোম্পানির ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ আছে পরিচালকদের হাতে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ শেয়ার।

বাটার বর্তমান বাজার মূলধন ১ হাজার ৩৩৩ কোটি ৫৩ লাখ টাকা। পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩৩৫ কোটি ২৮ লাখ টাকা।